পঞ্চগড় সদর ও আটোয়ারী উপজেলার ১৫ ইউপিতে চলছে ভোট
আজ রোববার পঞ্চগড় সদর ও আটোয়ারী উপজেলার ১৫টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ১৪টিতে ব্যালট ও একটিতে ইভিএমে ভোট গ্রহণ করা হচ্ছে।
পঞ্চগড় সদর উপজেলায় ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৪ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১২৫ জন ও সাধারণ ওয়ার্ড সদস্য পদে ৩৬২ জন প্রতিদ্বন্দ্বিতা করছে। ৯১ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা এক লাখ ৬৯ হাজার ৭৩০ জন। আটোয়ারী উপজেলার ৬টির মধ্যে ৫টি ইউনিয়নে নির্বাচন হচ্ছে আজ।
এসকল ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৯ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৪৭ জন এবং সাধারণ সদস্য পদে ১৪৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছে। ৪৮টি কেন্দ্রে মোট ভোটার ৮৭ হাজার ৫৩৪ জন। এই উপজেলার রাধানগর ইউনিয়নের ৯টি কেন্দ্রের সবগুলোতেই ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হচ্ছে।
সীমানা জটিলতার কারণে ১৮ বছর পর উপজেলার বলরামপুর ইউপিতে আগামী ২৬ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

পঞ্চগড় প্রতিনিধি