পঞ্চগড়ে দুই উপজেলার ১৫ ইউপিতে শান্তিপূর্ণ ভোটগ্রহণ
দু’একটি বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে পঞ্চগড় সদর ও আটোয়ারী উপজেলার ১৫টি ইউপিতে ভোটগ্রহণ সমাপ্ত হয়েছে। এর মধ্যে ১৪টিতে ব্যালট ও একটিতে ইভিএমে ভোট গ্রহণ করা হয়।
সন্ধ্যায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত ভোট গণনার কাজ চলছিল। দুপুরে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের লাঠুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিচ্ছৃংখলা এড়াতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এছাড়া শনিবার রাতে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের তালমা এলাকার দলুয়াপাড়া গ্রামে নৌকা ও লাঙ্গল মার্কার চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এসময় ধারালো অস্ত্রের আঘাতে দলুয়াপাড়া গ্রামের শাহজাহানের ছেলে মো. সাগর (২০) এবং একই গ্রামের মো. মনতাজ আলীর পুত্র মো. লায়ন (২১) গুরুত্বর আহত হয়। রাতেই তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় পঞ্চগড় সদর থানা পুলিশ রুবেল নামে সাবেক ছাত্রলীগ নেতাকে আটক করেছে।

নিজস্ব প্রতিবেদক