নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ৫ টি ভোট কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২ টি ইউনিয়নের ৫ টি ভোট কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। এ কেন্দ্রগুলোতে হতাহতে অন্তত ১০ জন আহত হয়েছে। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাগণ ভোট গ্রহণ স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছে।
সকাল থেকে উপজেলার ৮টি ইউনিয়নে সুষ্ঠভাবে ভোট গ্রহণ শুরু হলেও দুপুরের দিকে বড়ভিটা ইউনিয়নের বড়ভিটা স্কুল এন্ড কলেজ ভোট কেন্দ্রে কতিপয় ব্যক্তি অস্ত্রসহ অর্তকিত হামলা চালিয়ে ব্যালট বাক্স ছিনতাই করে পার্শ্ববর্তী পুকুরে ফেলে দেয় এবং ভোট কেন্দ্রে রুমে কিছু ব্যালট আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। এছাড়া ব্যালট বাক্স ভাংচুর করে। একই ইউনিয়নের বড়ভিটা এ ইউ সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে কিছু লোক ব্যালট ছিনতাইয়ের চেষ্টা করে। অন্যদিকে মাগুড়া ইউনিয়নের খিলালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিঙ্গেরগাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় (মহিলা) ও সিঙ্গেরগাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় (পুরুষ) কেন্দ্রে কতিপয় লোক ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করে। বিশৃংখলা এড়াতে সংশ্লিষ্ট প্রিজাইটিং অফিসারগণ এ ৫টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করেছে।
খিলালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দায়িত্বরত প্রিজাইটিং অফিসার জানান- ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা ও মারপিট হওয়ায় প্রাণ নাশের হুমকি ছিল। রিটার্নিং অফিসারের পরামর্শে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। এ কেন্দ্রগুলোতে হামলায় প্রায় ১০ জন আহত হয়েছে। এছাড়া কিশোরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ রাজিব পল্লী শ্রী সপ্রাবি কেন্দ্রের ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। নিতাই, পুটিমারী ইউনিয়নে বিছিন্ন ঘটনা ঘটেছে।
উপজেলা নির্বাচন অফিসার রফিকুল ইসলাম জানান- ব্যালট বাক্স ছিনতাই, হামলা, ভাংচুর হওয়ায় এসব কেন্দ্রে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারগণ ভোট গ্রহণ স্থগিত করেছে।

কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি