পঞ্চগড় সদর উপজেলার ১০ ইউপিতে চেয়ারম্যান পদে ৩টিতে আওয়ামীলীগ জয়ী
রোববার অনুষ্ঠিত তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে পঞ্চগড় সদর উপজেলার ১০ ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ ৩টি, জাতীয় পার্টি ১টি ও বাকী ৬টিতে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। অমরখানা ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী নুরুজ্জামান নুরু নৌকা প্রতীকে ৫ হাজার ৫৫০ ভোট পেয়ে বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মবিন চৌধুরী আনারস প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৬৪৮ ভোট।
মাগুড়া ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জ্যোতিষ চন্দ্র রায় নৌকা প্রতীকে ৫ হাজার ৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আবুল কালাম আজাদ বাবুল আনারস প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৭২৫ ভোট। গরিনাবাড়ী ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মনোয়ার হোসেন দিপু নৌকা প্রতীকে ৫ হাজার ৯৫ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সুবেন শর্মা ঘোড়া প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৪০ ভোট। পঞ্চগড় সদর ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আল ইমরান খান মোটরসাইকেল প্রতীকে ৬ হাজার ২৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগের বিদ্রোহী অপর প্রার্থী সিরাজুল ইসলাম প্রধান আনারস প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৮৩১ ভোট। সাতমারা ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী রবিউল ইসলাম রবি মোটরসাইকেল প্রতীকে ৭ হাজার ৩৭৪ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান চশমা প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৯১৯ ভোট।
হাফিজাবাদ ইউনিয়নে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ইসমাইল হোসেন লাঙ্গল প্রতীকে ৫ হাজার ১৮৪ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী সাহাদত হোসেন মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৭৬৭ ভোট। ধাক্কামারা ইউনিয়নে বাংলাদেশ জাসদ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম দুলাল মোটরসাইকেল প্রতীকে ৩ হাজার ৯৫৭ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নূরল ইসলাম নৌকা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৪৬৫ ভোট। হাড়িভাসা ইউনিয়নে জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী সাইয়েদ নূর-ই-আলম অটোরিক্সা প্রতীকে ৫ হাজার ৯৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মনির হোসেন নৌকা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৪৩৬ ভোট। কামাত কাজলদীঘি ইউনিয়নে জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী তোফায়েল আহমেদ প্রধান আনারস প্রতীকে ৪ হাজার ৩৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নজরুল ইসলাম নৌকা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৩৫৮ ভোট। চাকলাহাট ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী রবিউল ইসলাম মোটরসাইকেল প্রতীকে ৪ হাজার ৩৭৫ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নাজির হোসেন আনারস প্রতীকে পেয়েছেন ২ হাজার ৯০৫ ভোট।

পঞ্চগড় প্রতিনিধি