যথাযোগ্য মর্যাদায় পঞ্চগড় হানাদার মুক্ত দিবস পালিত
আজ সোমবার পঞ্চগড় হানাদার মুক্ত দিবস। এ উপলক্ষে জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ড যৌথভাবে পুস্পস্তবক অর্পণ, দোয়া অনুষ্ঠান, আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে।
সকালে সার্কিট হাউজ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পস্তবক অর্পণ ও দোয়া অনুষ্ঠান শেষে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অপর্ণ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখান থেকে একটি আনন্দ শোভাযাত্রা নিয়ে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদের সামনে ৭১’র বদ্ধভূমি স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ ও দোয়া অনুষ্ঠানের পর শহীদ মিনার চত্বরে মুক্তিযোদ্ধা সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. মজাহারুল হক প্রধান, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত স¤্রাট, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, পঞ্চগড় পৌর মেয়র জাকিয়া খাতুন, বীর মুক্তিযোদ্ধা সায়খুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন প্রধান, বীর মুক্তিযোদ্ধা এটিএম সারোয়ার হোসেন বক্তব্য দেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহান সভায় স্বাগত বক্তব্য দেন। এসব অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, জেলা আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও জেলা পর্যায়ের বিভিন্ন অফিসের পদস্থ কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

পঞ্চগড় প্রতিনিধি