বগুড়ায় পিডিপি’র উদ্যোগে প্রশিক্ষণ পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ঢাকায় কেন্দ্রীয়ভাবে ২০২১-২০২২ অর্থবছরে ৫দিন ব্যাপী অনুষ্ঠিত সমাজকল্যাণমূলক সংগঠনের ব্যবস্থাপনা ও কর্মীদের দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ পরবর্তী বগুড়ায় এক আলোচলা সভা অনুষ্ঠিত হয়েছে।
পভারটি ডেভেলপমেন্ট প্রোজেক্ট (পিডিপি) বগুড়ার আয়োজনে রবিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সংস্থার ঠনঠনিয়া কার্যালয়ে প্রশিক্ষণ পরবর্তী এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় যা পরিচালনা করেন পিডিপি’র নির্বাহী পরিচালক বজলুর রহমান (বাপ্পী)।
আলোচনা সভায় বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ এর লক্ষ্য উদ্দেশ্য ও কার্যক্রম তুলে ধরে আলোচক পর্যায়ক্রমে ক্ষুদ্রঋণ কার্যক্রম ও দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্র ঋণের ভূমিকা, বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ সম্পর্কে ধারণা, সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে আইসিটি সেক্টরের গুরুত্ব ও ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে এসডিজি অর্জনে স্বেচ্ছাসেবী সংগঠনের করণীয় নিয়ে বিষদ আলোচনা করা হয়।
এছাড়াও সভায় জঙ্গিবাদ ও মাদকাসক্তি নিরসনে করণীয়, প্রাথমিক স্বাস্থ্য সুরক্ষা, মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যা পুষ্টি ও পরিবার পরিকল্পনা সম্পর্কে আলোচনা করা হয়। এছাড়াও মন্ত্রণালয়ের প্রাপ্ত প্রশিক্ষণ অনুযায়ী সাধারণ জনগণের সাথে সরকারের বাজেট ব্যবস্থাপনার লক্ষ্য-উদ্দেশ্য, শুদ্ধাচার ও নৈতিকতা, ভোক্তা অধিকার আইন ২০০৯ ও মুসলিম বিবাহ ও তালাক আইন ১৯৭৪, মানবপাচার রোধ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গঠন ও বিবর্তনের লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠনের করণীয়, নারীর ক্ষমতায়ন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ এবং পরিশেষে পিতামাতার ভরণপোষণ আইন ২০১৩ সম্পর্কে আলোচনাসহ সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক দিক তুলে ধরে সকলকে ধারণা দেওয়া হয়।
এ প্রসঙ্গে পিডিপি’র নির্বাহী পরিচালক বজলুর রশিদ বাপ্পী বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় সমাজকল্যাণ পরিষদ ঢাকায় সারাদেশের নির্দিষ্ট কিছু ব্যক্তিকে ৫দিনে উপোরোক্ত বিষয়গুলো নিয়ে বিষদ প্রশিক্ষণ দিয়েছেন। মন্ত্রণালয়ের এমন ইতিবাচক উদ্যোগ সত্যিই প্রশংসনীয় তাই তাদের নির্দেশনা অনুযায়ী প্রশিক্ষনে প্রাপ্ত শিক্ষাগুলো তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্যেই প্রশিক্ষণ পরবর্তী এই আলোচনা সভা আয়োজন করা হয় যেখানে সকলেই নানা অজানা এবং নতুন বিষয় জানতে পেরে বেশ উপকৃত হয়েছে।

ষ্টাফ রিপোর্টার