শেরপুরে তিন কার্যদিবসের মধ্যে বাস্তবায়নে আদালতের রায় দেড় বছরেও কার্যকর হয়নি
বগুড়ার শেরপুরে সরকারি সড়কের জায়গা দখল করে গড়ে তোলা মার্কেটের সব স্থাপনা দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দেন আদালত। তিন কার্যদিবসের মধ্যে বাস্তবায়ন করার আদালতের রায় প্রায় দেড় বছরেও কার্যকর করা হয়নি। এতে করে সাধারণ মানুষের চলাচল ব্যহৃত হচ্ছে। ফলে সীমাহীন ভোগান্তি পোহাচ্ছেন তারা। তাই দ্রুততম সময়ের মধ্যে আদালতের রায় বাস্তবায়ন করার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে।
সোমবার (২৯নভেম্বর) সন্ধ্যায় শহরের স্থানীয় বাসস্ট্যান্ডস্থ শেরপুর প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলার খামারকান্দি ইউনিয়নের পারভবানীপুর গ্রামের ভুক্তভোগী আবু বক্কার প্রামাণিক লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, খামারকান্দি ইউনিয়নের পারভবানীপুর মৌজায় সরকারি খাস খতিয়ানভুক্ত ১২৮২দাগে জনসাধারণের চলাচলের জন্য একটি সরকারি সড়ক রয়েছে। পাশেই আমার মালিকানাধীন জায়গা। সেখানে একটি লেদ কারখানা দিয়েছি। আর পুরাতন মেশিন ক্রয়-বিক্রয়ের দোকান দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছি।
কিন্তু বেশকিছুদিন আগে স্থানীয় প্রভাবশালী আব্দুর রহিম সরকার বুলু নামে এক ব্যক্তি সড়কের জায়গা দখল করে অবৈধভাবে মার্কেট নির্মাণ করেন। ফলে জনসাধারণের চলাচল ব্যহৃত হচ্ছে। বিষয়টি স্থানীয়ভাবে একাধিকবার সমাধানের চেষ্টা করা হলেও কোনো কথাই মানতে নারাজ ওই ব্যক্তি। তাই জনস্বার্থে আমি নিজেই বাদি হয়ে বগুড়া জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করি। যার নং-৪১৩পি/২০১৯ (শেরপুর)। পরবর্তীতে বিগত ২০২০সালের ১৬মার্চ তারিখে মামলাটির রায় ঘোষণা করেন। রায়ের আদেশে তৎকালীন সময়ে আগামি তিন কার্যদিবসের মধ্যে পুলিশের সহযোগিতায় সরকারি সড়কের জায়গার ওপর থেকে সব অবৈধ স্থাপনা অসারণ করার জন্য উপজেলা সহকারি কমিশনারকে (ভূমি) নির্দেশ দেন আদালত।
ভুক্তভোগী আবু বক্কার প্রামাণিক অভিযোগ করে বলেন, আদালতের রায় ঘোষণার পর প্রায় দীর্ঘ দেড় বছর পার হতে চললো। কিন্তু অদ্যবধি আদালতের রায়টি বাস্তবায়ন হলো না। সড়কের জায়গাজুড়েই অবৈধ সব স্থাপনাগুলো দাঁড়িয়ে আছে। ফলে এই সড়কটি দিয়ে চলাচল প্রায় বন্ধ হয়ে যাওয়ায় সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন তারা। তাই দ্রুততম সময়ের মধ্যে আদালতের রায় বাস্তবায়ন করে সরকারি সড়কের জায়গা থেকে সব অবৈধ স্থাপনা অপসারণ করার জন্য প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিকট সংবাদ সম্মেলনে জোর দাবি জানান তিনি।
বিষয়টি সম্পর্কে বক্তব্য জানতে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাবরিনা শারমিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু ছয়মাসের জন্য বিভাগীয় ট্রেনিংয়ে যাওয়ার কারণে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।
তবে তাঁর দপ্তরের দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, বিষয়টি আমার জানা নেই। তাই খোঁজখবর নিয়ে এই বিষয়ে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দ্রুতই আদালতের এই রায় বাস্তবায়ন করা হবে বলে দাবি করেন তিনি।

শেরপুর (বগুড়া) প্রতিনিধি