ধুনটে যাত্রা শিল্পী বাচ্চুর হামলাকারিদের গ্রেফতারের দাবী জানালো জোট
বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদ্য জয়ী চেয়ারম্যান প্রার্থী (স্বতন্ত্র) মাসুদুল হক বাচ্চুর উপর হামলাকারিদের গ্রেফতারের দাবী জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।
প্রবীন যাত্রাশিল্পী ও আওয়ামী লীগ নেতার উপর এমন ন্যাক্কারজনক হামলার ঘটনায় নিন্দা জানিয়ে দোষিদের গ্রেফতার জানিয়েছেন জোটের সভাপতি ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না, সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, বগুড়া ইয়ূথ কয়্যারের সভাপতি আতিকুর রহমান মিঠু, কাহালু থিয়েটারের সভাপতি আব্দুল হান্নান, শব্দকথন সাহিত্য আসরের পরিচালক এইচ আলিমসহ জোট ভুক্ত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। একই সঙ্গে সদ্য জয়ী চেয়ারম্যান মাসুদুল হক বাচ্চু ও বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নে সাংস্কৃতিক সম্পাদক পদে জয়ী মাহবুবর রহমান মানিককে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ।

ষ্টাফ রিপোর্টার