প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২১ ১৭:১৬

চোখের দৃষ্টি ফেরানোর দায়িত্ব নিলেন আকবরিয়া কেয়ার ফাউন্ডেশন

অনলাইন ডেস্ক
চোখের দৃষ্টি ফেরানোর দায়িত্ব নিলেন আকবরিয়া কেয়ার ফাউন্ডেশন

সমস্যায় জর্জরিত বগুড়া সদরের গোয়ালগাড়ীর ফরিদা বেগম। প্রায় ৫৫ বছর বয়সী ফরিদা বেগম সংসারে একমাত্র উপার্জনক্ষম। অন্যের বাড়িতে কাজ করে। বেশ কিছুদিন ধরে চোখের সমস্যায় হাবুডুবু খাচ্ছে। এমন অর্থের সংস্থান নেই যে চোখের দৃষ্টি ফিরে আনবে। খুব দুঃশ্চিন্তায় পড়ছে এ ফরিদা বেগম। সংসারের একমাত্র অবলম্বন ফরিদা বেগম একদিকে দিশেহারা অপর দিকে কি হবে এ দুখী পরিবারের কে যোগাবে তাদের অন্ন!

ঠিক এমনি মুহুর্তে তার পাশে দাঁড়ান আকবরিয়া কেয়ার ফাউন্ডেশন। এ সংস্থাটি সমাজের অবহেলিত দুস্থ, সুবিধাবঞ্চিত নারী-পুরুষের পাশে দাঁড়ায়। প্রতিষ্ঠালগ্ন হতে অদ্যাবধি মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সংস্থার নির্বাহী পরিচালক ও সাধারণ সম্পাদক শাহানা খাতুন মুন্নী সংস্থার নিজ খরচে ফরিদা বেগমের চোখের দৃষ্টি ফেরানোর দায়িত্ব নেন।

তিনি বগুড়া খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালে চক্ষু বিভাগে যোগাযোগ করে চোখের দৃষ্টি ফেরানোর বন্দোবস্ত করেন ও সফলভাবে চোখের অপারেশন করান। ফরিদার সাথে আলাপকালে জানান, আমার চোখের দৃষ্টি যে সংস্থা ফিরে দিচ্ছে সংস্থাটিও একদিন গোটা দেশ জুড়ে সুনাম কুড়াবে। 

 

উপরে