শাজাহানপুরে দুবলাগাড়ী ডিগ্রি কলেজে 'শেখ রাসেল দেয়ালিকা'র শত শপথ পুরস্কার বিতরণ
বগুড়ার শাজাহানপুরে দুবলাগাড়ী ডিগ্রি কলেজ 'শেখ রাসেল দেয়ালিকা'র শত শপথ প্রতিযোগিতার ও এইচ এস সি প্রস্তুতি মূলক পরীক্ষা-২১ পুরস্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় প্রতিষ্ঠানের সেমিনার রুমে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও অত্র প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ্ব ভিপি এম সুলতান আহম্মেদ।
দুবলাগাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ রাসেদ মোহাম্মদ সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক খান মোহাম্মদ আইনুল হক,প্রভাষক মশিউর রহমান, শিক্ষক প্রতিনিধি প্রভাষক শাহিদা নাসরিন,প্রভাষক আবু হেনা মোস্তফা কামাল, প্রভাষক খোরশেদ আলম, প্রভাষক শহিদুর রহমান, প্রভাষক মামুনুর রহমান, যুবলীগের সদস্য আপেল মাহমুদ সহ শিক্ষক, শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
কলেজের শিক্ষার্থীদের মধ্যে শেখ রাসেল দেয়ালিকা'র শত শপথ প্রতিযোগিতার বিজয়ী ৪ জনকে পুরস্কার দেওয়া হয়।

                    
                শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি