বগুড়ার শেরপুরে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন সুলতান মাহমুদ
বগুড়ার শেরপুরে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন যুগ্ম সাধারণ সুলতান মাহমুদ।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এই দায়িত্ব দেওয়া হয় তাঁকে। শহরের টাউন কাব পাবলিক লাইব্রেরী মহিলা অর্নাস কলেজের সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুস সাত্তার। সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড. গোলাম ফারুক, মোহাম্মদ আলী মন্টু মাষ্টার, মুনসী সাইফুল বারী ডাবলু, এড. ইলিয়াস উদ্দিন মিন্টু, এড. আজমী আরা পারভীন শান্তনা, যুগ্ম সম্পাদক সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম পোদ্দার ববি, আ.লীগ নেতা গৌরদাস রায় চৌধুরী, শাহজামাল সিরাজী, মনসুর রহমান আকন্দ, শাহাদত হোসেন, আজিজুল ইসলাম মজনু, আব্দুল মান্নান, ডা. আব্দুল হামিদ, গোলাম রফিকসহ উপজেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতারা। সভায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বহিস্কার হওয়ায় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মাহমুদকে। এসময় এই আ.লীগ নেতা দলকে সুশৃঙ্খল ও সুসংগঠিত করতে সবার সহযোগিতা কামনা করেন।

শেরপুর (বগুড়া) প্রতিনিধি