গাবতলীতে প্রতিপক্ষের মারপিটে স্বামী-স্ত্রী আহত, থানায় অভিযোগ
বগুড়ার গাবতলীতে প্রতিপক্ষের বেদম মারপিটে স্বামী-স্ত্রী গুরুত্বর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। উপজেলার কাগইল ইউনিয়নের আহম্মেদপুর গ্রামে গত ২৯নভেম্বর সন্ধ্যায় এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।
আহত স্বামী রুহুল আমিন (৩৫) ওই গ্রামের মৃত লোকমান আলীর ছেলে ও স্ত্রী নাজমা বেগম (২৬)। ঘটনার রাতেই থানায় লিখিতভাবে অভিযোগ করা হলেও এ রির্পোট লেখা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
থানায় দায়েরকৃত অভিযোগে প্রকাশ, পূর্বের শুক্রতার জের ধরে রুহুল আমিন এর সহদোর বড় ভাই সেকেন্দার আলী (৪৬), ভাবী শান্তনা বেগম (৩৮), ভাতিজা ইবনে জাহিদ (১৮), ভাতিজী জান্নাতি (২০), ফাতেহা (১৯) ঘটনার সন্ধ্যারাতে লাঠি-সোটা নিয়ে প্রতিপক্ষ স্বামী-স্ত্রী রুহুল আমিন ও নাজমা বেগমের উপর হামলা চালিয়ে হত্যার উদ্দ্যেশে বেদম মারপিট করে শরীরের বিভিন্নস্থানে রক্তারক্তভাবে গুরুত্বর আহত করে। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে গাবতলী সরকারী হাসপাতালে ভর্তি করে দেয়।
বৃহস্পতিবার এই প্রতিবেদক স্ব শরীরে গিয়ে দেখতে পায় হাসপাতালের বেডে গুরুত্বর আহত স্বামী-স্ত্রী কাতারাচ্ছে। অপর দিকে থানায় দায়েরকৃত অভিযোগের প্রেক্ষিতে গত বুধবার সন্ধ্যা নাগাদ থানার এসআই শামীম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে থানার এসআই শামীম এর সাথে কথা বললে তিনি জানান সার্বিক বিষয় খতিয়ে দেখে যথাযথভাবে ব্যবস্থা নেয়া হবে।

গাবতলী (বগুড়া) প্রতিনিধি