পঞ্চগড়ে ১৭তম এনজিও ফাউন্ডেশন দিবস পালিত
পঞ্চগড়ে ১৭তম এনজিও ফাউন্ডেশন দিবস পালন করেছে বিএনএফ’র সহযোগি সংস্থাসমূহ। দিবসটি পালন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরস্পর’র নির্বাহী পরিচালক ও ফোকাল পয়েন্ট আকতারুন নাহার সাকীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জয়শ্রী রাণী, বিকাশ বাংলাদেশ’র নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন প্রধান। অনুষ্ঠানে বিএনএফ’র সহযোগি সংস্থার নেতৃবৃন্দগণসহ উপকারভোগিরা উপস্থিত ছিলেন।

পঞ্চগড় প্রতিনিধি