সাপাহারের জবই বিল ঐতিহ্য হারিয়ে সাধারন মানুষের দখলে
নওগাঁর সাপাহার উপজেলার ঐতিহ্যবাহী জবই বিল এখন তার সব জৌলুস হারিয়ে সাধারন মানুষের দখলে পরিণত হতে হয়েছে। ৯৯৯ একর জলাশয় প্রতি বছর খরা মওসুুমে এ বিল শুকিয়ে ছোট একটি খালে পরিণত হয়। আর তখনি সাধারন মানুষ সুযোগ বুঝে অনিবভ কায়দায় দখল করে নিয়েছে। ধান সহ বিভিন্ন প্রকার সফল উৎপন্ন করে হারিয়ে ফেলছে বিলের ঐতিহ্য। সংস্কারের অভাবে হাজার বছরের পুরনো এই বিল ভারতের উজান থেকে নেমে আসা কাদা ও বালু জমা হতে হতে এখন প্রায় ভরাট হয়ে গেছে।
সাপাহার উপজেলার সীমান্ত ঘেঁষে বিলটির অবস্থান। বিলটি উত্তরে ভারত থেকে শুরু হয়ে দক্ষিণে পুনর্ভবা নদীতে মিলিত হওয়ায় যুগ যুগ ধরে সাপাহার উপজেলাবাসীকে দু’ভাগে বিভক্ত করে রেখেছিল। ১৯৯৯ সালে বিলের ওপরে প্রায় দেড় কিলোমিটার অ্যাপ্রোচ সড়ক ও ২০০ মিটার একটি সেতুসহ ১৬ কিলোমিটার দীর্ঘ পাকা রাস্তা নির্মাণ করা হয়। এছাড়াও মালিপুর ও মাসনাতলা ব্রীজ নির্মানে উপজেলার বিভক্ত হয়ে পড়া মানুষদের মাঝে একটি সংযোগ ও সেতুবন্ধন তৈরি হয়।
এক সময়ের গভীর বিলটি এখন ভারতের উজান ও পাহাড় থেকে নেমে আসা কাদামাটিতে প্রায় ভরাট হয়ে গেছে। খরা মওসুমে বিলে পানি থাকে সামান্যই। এখন বিলের বুকজুড়ে চাষ হচ্ছে ধান। খরা মওসুুমে বিল এলাকায় গেলে মনেই হবে না এটি একটি বিল। চারদিকে শুধু ধানক্ষেত। যে দিকে চোখ যায় সবুজের সমারোহ।
বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রি ও নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তি যোদ্ধা সাধনচন্দ্র মজুমদার বিলটি ২০ কিলোমিটার পুনঃসংস্কার ও খনন অচিরেই প্রকল্পের কাজ করেছেন। বিলটি আরো সংস্কার করা হলে অতীতের মতো বিলভর্তি পানি ও বিলে সারা বছরই পর্যাপ্ত মাছ পাওয়া যাবে। সে পানি দিয়ে বিল পাড়ে জমিতে চাষাবাদ করা যাবে যা দেশের খাদ্য চাহিদা মেটাতে সহায়ক ভূমিকা রাখবে। এলাকার অভিজ্ঞ মহল মনে করে, বিলটি সংস্কার করা হলে এটা দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় স্পটে পরিণত হবে।

সাপাহার নওগাঁ প্রতিনিধিঃ