শাজাহানপুরে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অনুপস্থিত ২৯
বগুড়ার শাজাহানপুর উপজেলায় এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার ৫টি কেন্দ্রে ১ হাজার ৬শ’ জন পরীক্ষার্থী অংশ নেয়ার কথা থাকলেও অংশ নিয়েছে ১ হাজার ৫শ’ ৭১ জন। অনুপস্থিত রয়েছে ২৯ জন পরীক্ষার্থী।
এর মধ্যে সরকারি কমরউদ্দিন ইসলামিয়া কলেজ কেন্দ্রে ৬শ’ ৪৫ জন এইচএসসি, একই কলেজে স্থাপিত এইচএসসি বিজনেস ম্যানেজমেণ্ট (বিএম) কেন্দ্রে ৪শ’ ২ জন, বগুড়া ক্যাণ্টনমেণ্ট পাবলিক স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৪৬ জন এইসএসসি পরীক্ষার্থী, ডোমনপুকুর আমিনিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ২শ’ ৩৯ জন আলীম পরীক্ষার্থী এবং সাজাপুর ফুলতলা আহমদিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ২শ’ ৩৯ জন আলিম পরীক্ষার্থী অংশ নিয়েছে। উপজেলা প্রশাসনের তত্বাবধানে সুন্দর পরিবেশে প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি