শাজাহানপুরে বিজয় মাসে মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া
বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধের অবিস্মরণীয় গৌরবদীপ্ত চূড়ান্ত বিজয় আসে এ মাসের ১৬ ডিসেম্বর।
মহান বিজয় মাসে বগুড়ার শাজাহানপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বাদ আসর উপজেলার দুবলাগাড়ী এলাকায় (করতোয়া নদীর পূর্ব পাশে) মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে দোয়া মোনাজাতে অংশ গ্রহণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু,উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ,উপজেলা সহকারী কমিশন (ভূমি) আশিক খান,থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন,মুক্তিযুদ্ধো আব্দুল কুদ্দুস,লিয়াকত আলী,হজরত আলী,হোসেন আলী প্রমুখ।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি