সৈয়দপুরে সেচ প্রকল্পের তিনটি বৈদ্যূতিক ট্রান্সফর্মা চুরি
নীলফামারীর সৈয়দপুরে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের সেচ প্রকল্পের বৈদ্যূতিক লাইনের ১০ কেভির তিনটি মূল্যবান ট্রান্সফর্মা চুরি গেছে। গত বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর বালাপাড়া (দোলাপাড়া) এলাকা থেকে ওই ট্রান্সফর্মাগুলো চুরি যায়। চুরি যাওয়ার ট্রান্সফর্মাগুলোর আনুমানিক মূল্য দেড় লাখ টাকার বেশি বলে জানা গেছে।
বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের লক্ষণপুর বালাপাড়া সেচ প্রকল্পের ম্যানেজার মো. হামিদুল হক মন্ডল জানান, ঘটনার দিন বুধবার চোরের দল রাত পৌণে একটা থেকে রাত পৌণে চারটার মধ্যে বৈদ্যূতিক খুঁটিতে থাকা ১০ কেভির বৈদ্যূতিক ট্রান্সফর্মা তিনটি চুরি করে নিয়ে যায়। সকালে সেচ প্রকল্প এলাকায় গিয়ে বৈদ্যূতিক লাইনের তাঁর কাটা অবস্থায় দেখতে পান তারা। এ সময় তারা দেখতে পান বৈদ্যূতিক খুঁটিতে ট্রান্সফর্মা তিনটিও নেই। পরবর্তীতে ঘটনাটি সৈয়দপুর থানা পুলিশ ও বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের দপ্তরে মৌখিকভাবে অবগত করা হয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, ইরি - বোরা মৌসুম অত্যাসন্ন। বর্তমানে ইরি-বোরো ধানের বীজ বপনের ভর মৌসুম। এখন বীজতলা তৈরিতে সেচের প্রয়োজন। ট্রান্সফর্মা তিনটি চুরি যাওয়ায় তাদের ইরি-বোরো সেচ কার্যক্রমে মারাত্মক বিঘ্নের সৃষ্টি হবে।
উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শ্রী প্রণোবেশ চন্দ্র বাগচী তিনটি বৈদ্যূতিক ট্রান্সফর্মা চুরি যাওয়া সত্যতা নিশ্চিত করেন।
সৈয়দপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. খায়রুল আনাম জানান, এ বিষয়ে কেউ কিছুই জানাননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি