গাবতলীতে মৎস্যজীবিলীগ নেতা রবিউলের মাগফিরাত কামনায় দোয়া
বগুড়া গাবতলীর সোনারায় ইউনিয়ন মৎস্যজীবিলীগের আহবায়ক রবিউল ইসলামের রুহের মাগফিরাত কামনায় গতকাল বৃহস্পতিবার সোনারায় ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে স্থানীয় আটাপাড়া বাজারস্থ হাফিজিয়া মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে রবিউল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তায়ালা’র দরবারে বিশেষ মোনাজাত করা হয়। এ ছাড়া বঙ্গবন্ধু ও বঙ্গমাতা’র রুহের মাগফিরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের নেতা-কর্মী, দেশ ও জাতির কল্যাণ কামনা করেও দোয়া খায়ের করা হয়।
সোনারায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি (ভারঃ) রফিকুল ইসলাম ছুন্নু’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে ছিলেন জেলা মৎস্যজীবিলীগের আহবায়ক প্রভাষক রাসেল আহম্মেদ কনক, যুগ্ম আহবায়ক পবন সরকার, মাহফুজ্জামান, সদস্য সচিব কামরুজ্জামান মানিক, উপজেলা আওয়ামী লীগের সদস্য দুলাল করিম দুলাল, জাহাঙ্গীর আলম, মরহুম রবিউল ইসলামের ছেলে রাউফুজান্নাত রাফি, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম, আব্দুর রহমান, ডাঃ শাহাদৎ হোসেন, রেজা মিয়া, শফিকুল ইসলাম, রমজান আলী, বাকু মন্ডল, সামছুল আলম, আঃ রশিদ, রাজা মিয়া, সেকেন্দার আলী নান্নু, সোনারায় ইউনিয়ন যুবলীগের সভাপতি জিল্লুর রহমান শাকিল, সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম মুক্তার, সোনারায় ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবু হায়াত সুইট, সাধারণ সম্পাদক ইউসুফ আলী, ইউনিয়ন শ্রমিকলীগের আহবায়ক ফরহাদ হোসেন রুবেল, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম, যুবলীগ নেতা সাইফুল ইসলাম ফেরদৌস, মিজানুর রহমান সুমন, শেকুল মিয়া, ডাবলু মন্ডল, শাহ আলম, সাজু মিয়া, স্বেচ্ছাসেবকলীগ নেতা সাখাওয়াত হোসেন বাকী, আবুল কালাম, ছাত্রলীগ নেতা আব্দুর রহিম, ইউসুফ আলীসহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মী। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওঃ আব্দুল হাই ও মাওঃ জহুরুল ইসলাম।

গাবতলী (বগুড়া) প্রতিনিধি