সৈয়দপুরে কারাগার থেকে ইউপি নির্বাচনে মনোনয়নপত্র দাখিল
নীলফামারীর সৈয়দপুরে কারাগার থেকে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে এক প্রার্থী তার মনোনয়নপত্র দাখিল করেছেন। উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য (মেম্বার) পদে ওই মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। ওই সাধারণ সদস্য পদপ্রার্থী হচ্ছেন মো. নাজিমুল ইসলাম ওরফে টাইগার। তিনি উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের পূর্ব বেলপুকুর ইউনিয়নের পাকাধারা গ্রামের মকবার আলীর ছেলে।
জানা গেছে, নীলফামারীর সৈয়দপুর উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২৬ ডিসেম্বর (রবিবার) অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে উপজেলার দুই নম্বর কাশিরাম বেলপুকুর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে পাঁচজন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে একজন হলেন মো. নাজিমুল ইসলাম ওরফে টাইগার। তিনি বর্তমানে নীলফামারী কারাগারে রয়েছেন।
সৈয়দপুর থানায় ৩৪২/১৭০/ ৩২৩/ ৩৮৫/৩৮৬/৫০৬/৩৪ ধারায় দায়েরকৃত একটি মামলায় গত ২৯ অক্টোবর থেকে হাজত বাস করছেন তিনি। অথচ গত ২৪ নভেম্বর সাধারণ সদস্য পদে তার মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। তার পক্ষে প্রস্তাবকারী মো. আনোয়ারুল হক সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসারের কাছে ওই মনোনয়নপত্র জমা দেন। আর এতে সমর্থণকারী হচ্ছেন একই এলাকার মো. মিন্টু সরকার। এ নির্বাচনে তিনি তালা প্রতীকের জন্য আবেদন করেছেন।
কারাগার থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে নাজিমুল ইসলাম টাইগারের মনোনয়নপত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্রিং অফিসার মো. রবিউল আলম।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: