বগুড়ার শেরপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটির পরিচিতিসভা
বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে গঠিত বগুড়ার শেরপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটি (অসকস) উপজেলা কমিটির পরিচিতিসভা করা হয়েছে।
শনিবার বিকেলে উপজেলা পরিষদের সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠটির উপজেলা কমিটির সভাপতি সার্জেন্ট জয়নাল আবেদীন। সাধারণ সম্পাদক সার্জেন্ট আমিরুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মজিবর রহমান মজনু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার মেয়র আলহাজ¦ জানে আলম খোকা, অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল খালেক, জাহিদুল ইসলাম, ফারুক আহম্মেদ। এছাড়া অন্যদের মধ্যে সংগঠনের উপজেলা কমিটির নেতা সাজেদুর রহমান মোহন, আমজাদ হোসেন, আশরাফ আলী, শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম, গোলাম রব্বানী, রবিউল ইসলাম, আব্দুর রাজ্জাক, খোরশেদ আলম প্রমূখ বক্তব্য রাখেন।

শেরপুর (বগুড়া) প্রতিনিধি