পোরশায় দুর্ঘর্ষ ডাকাতি, গ্রামবাসীর হাতে আটক এক ডাকাত সদস্য
নওগাঁর পোরশায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতি করার সময় ডাকাত দলের সদস্যদের হাতে বাড়ির মালিক ও তার ছেলে গুরুতর আহত হয়েছে। টের পেয়ে ঘটনাস্থল থেকে মোতাহার আলী(৪৫) নামের এক ডাকাত দলের সদস্যকে আটক করেছেন গ্রামবাসী। ডাকাত সদস্য মোতাহার আলী পার্শবর্তি নিয়ামতপুর উপজেলার গণপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।
শুক্রবার দিবাগত রাতে উপজেলার ছাওড় ইউপির নোনাহার গ্রামের মৃত কাশেম আলীর ছেলে রফিকুল ইসলামের বাড়িতে ঐ দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।
জানা গেছে, বাড়ির মালিক রফিকুল ইসলামসহ বাড়ির লোকজন সকলে রাতের খাবার খেয়ে শুয়ে পড়েন। রাত প্রায় ২টার সময় ৬থেকে ৭জনের একদল ডাকাত তার বাড়িতে প্রবেশ করে রফিকুল ইসলাম তার ছেলে রায়হান কবিরকে বেধে রেখে বাড়ি ডাকাতি করার চেষ্টা করে। এতে বাবা ও ছেলে প্রতিহত করার চেষ্টা করলে ডাকাত দল তাদের উপর মারধর এবং হাঁসুয়া দিয়ে আঘাত করে। বাবা ছেলের চিৎকারে গ্রামবাসী টের পেয়ে ডাকাত দলতে ধাওয়া করে। এসময় ডাকাত দলের সকলে পালিয়ে গেলেও ধরা পড়েন ডাকাত সদস্য মোতাহার আলী। পরে গ্রামবাসী তাকে থানা পুলিশের হাতে সোপর্দ করান।
এ ব্যাপারে পোরশা থানার অফিসার ইনচার্জ সফিউল আজম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। আমরা বাকি ডাকাত সদস্যদের ধরার চেষ্টা করছি।

পোরশা (নওগাঁ) প্রতিনিধি