বগুড়া বিসিকে শ্রমিকদের মাঝে করোনা ভ্যাকসিনেশন ক্যাম্প অনুষ্ঠিত
বগুড়ায় কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বগুড়া শহরের বিসিক শিল্প নগরীতে শ্রমিকদের মাঝে প্রায় ১০ হাজার করোনার টিকা প্রদান করা হয়।
বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ও গুঞ্জন গ্রুপের সার্বিক সহযোগিতায় টিকা ক্যাম্পের উদ্বোধন করেন এম এন সি এন্ড এ এইচ পরিচালক ও লাইন ডাইরেক্টর ডা: মো: শামসুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্ম্যাটারনাল হেলথ প্রোগ্রাম ম্যানেজার ডা: মো: আজিজুল আলিম, বগুড়া সিভিল সার্জন ডা: গওসুল আজিম চৌধুরী, গুঞ্জন গ্রুপ চেয়ারম্যান অনিন্দিতা হক গুঞ্জন। সভাপতিত্ব করেন বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডা: সামির হোসেন মিশু।
বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডা: সামির হোসেন মিশু জানান, বিসিক শিল্প নগরীর সকল শ্রমিকদের মাঝে করোনার টিকা প্রদানে ১০ হাজার টিকার ব্যবস্থা করা হয়েছে। যতক্ষণ শ্রমিক থাকবে ততক্ষণ টিকা প্রদান করা হবে। তিনি জানান, সকাল থেকে দুপুরের মধ্যে প্রায় সাড়ে ৬ হাজার টিকা প্রদান করা হয়।

ষ্টাফ রিপোর্টার