শিবগঞ্জে ব্যাগিং পদ্ধতিতে কলা চাষে ব্যাপক সফলতা পাচ্ছে কৃষক
বগুড়ার শিবগঞ্জ উপজেলা উত্তর অঞ্চলের মধ্যে কলা চাষের প্রথম সারিতে রয়েছে। এই অঞ্চলের মাটি কলা চাষের উপযোগী। বগুড়ার জেলার মধ্যে শিবগঞ্জ উপজেলা কলা চাষে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। এই এলাকায় শবরি কলা (অনুপাম), সাগর কলা, চিনিচাম্পা কলা ব্যাপক হারে চাষ করা হয়। কলা চাষে কাঙ্খিত সাফল্য অর্জনের লক্ষ্যে বিষমুক্ত কলা চাষের কৃষি বিভাগ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
বর্তমানে শিবগঞ্জ উপজেলা কৃষি বিভাগ বিষমুক্ত ও পোকামাকড়ের আক্রণ থেকে রক্ষার্থে ব্যাগিং পদ্ধতিতে কলা চাষে উদ্বুদ্ধ করে যাচ্ছে। এই পদ্ধতিতে কলা চাষে সফলতা পাচ্ছে কৃষক এতে করে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।
এ ব্যাপারে উপজেলার উথলী গ্রামের কলা চাষী তরুণ কুমার বলেন, আমাদের এলাকায় ব্যাপক হারে কলা চাষ হয়ে থাকে। ব্যাগিং পদ্ধতিতে কলা চাষ করে আমরা আর্থিক ভাবে লাভবান হচ্ছি। কলার মোচা থেকে ছড়ি পূর্নাঙ্গ রূপে বের হলে পলিথিন ব্যাগ দিয়ে কলার ছড়ি বেঁধে দিতে হয়। এতে করে কলায় পোকামাকড়ের আক্রমনের হাত থেকে রক্ষা পাওয়া যায়। পোকামাকড় দমনের জন্য কোন কৃটনাশক প্রয়োগ করতে হয় না। কলার ছড়ি দেখতে সুন্দর হয় কোন দাগ থাকে না। এতে করে বাজারে ভালো দামে বিক্রি করা যায়।
শিবগঞ্জ বালু পাড়ার আনোয়ার হোসেন বলেন, আগে কলা চাষে ব্যাগিং পদ্ধতি অবলম্বন করিনী। তাই কলা চাষে অনেক খরচ পড়ত। ব্যাগিং পদ্ধতিতে কলা চাষ করে খরচ সাশ্রয়ী হয়েছে। এবার পাঁচ বিঘা জমি বর্গা নিয়ে কলা চাষ করছি। আশানুরুপ ফলন পেলে বিঘা প্রতি ১ লক্ষ টাকা লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আল-মুজাহিদ সরকার বলেন, চায়না সর্ব প্রথম এই পদ্ধতিতে কলা চাষ করে ব্যাপক সফলতা পেয়েছে। সেই ধারাবাহিকতায় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কৃষি বিভাগ ব্যাগিং পদ্ধতিতে কলা চাষে কৃষককে উদ্বুদ্ধ করছে। বর্তমানে এই উপজেলায় ৬শত হেক্টর জমিতে কলাচাষের লক্ষমাত্রা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে কিছু জমিতে কৃষি বিভাগের আওতায় এন.এ.টি.পি-২ প্রকল্পের মাধ্যমে বিভিন্ন সময় ব্যাগিং পদ্ধতিতে কলা চাষের উৎসাহিত করা হচ্ছে। শিবগঞ্জ উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তরা কৃষক প্রশিক্ষণ, মাঠ দিবস, উঠান বৈঠক প্রভৃতি কৃষক সমাবেশে ব্যাগিং পদ্ধতিতে কলা চাষের উৎসাহিত করা হচ্ছে।

সোহেল আক্তার মিঠু, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ