বগুড়ার শেরপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধা নিহত
বগুড়ার শেরপুর উপজেলায় মালবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক বৃদ্ধা নিহত হয়েছেন। তাঁর নাম মোছা. শাহারা বেওয়া (৬৫)। তিনি উপজেলার গাড়ীদহ ইউনিয়নের হাপুনিয়া গোরস্থানপাড়া এলাকার মৃত তোরাব আলীর স্ত্রী।
সোমবার দুপুরে পৌরশহরের কলেজরোড এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশের শেরপুর ক্যাম্পের ইনচার্জ বানিউল আনাম এই তথ্য নিশ্চিত করে জানান, মহাসড়কের পশ্চিমপাশ থেকে পূর্বপাশে যাচ্ছিলেন বৃদ্ধা শাহারা বেওয়া। এসময় বগুড়া থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী একটি মালবাহী ট্রাক (বগুড়া ট-১১-২২১২) ওই বৃদ্ধাকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা এসে দ্রুত উদ্ধার করে তাঁকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু অবস্থার অবনতি ঘটলে তাৎক্ষণিক তাঁকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বেলা সাড়ে তিনটার দিকে মারা যান ওই বৃদ্ধা।
হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, দুর্ঘটনার পরপরই ঘাতকটির চালক-হেলপার পালিয়ে যাওয়ায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় শেরপুর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

শেরপুর (বগুড়া) প্রতিনিধি