জেলা আ.লীগের কোষাধ্যক্ষ মিলনের সুস্থ্যতা কামনায় দোয়া
বগুড়া জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রি এর সভাপতি মাসুদুর রহমান মিলন অসুস্থ্য হয়ে ঢাকায় বিকিৎসাধীন রয়েছে। তার রোগ মুক্তি কামনায় বগুড়া শীববাটি অন্ধ হাফেজিয়া মাদ্রসার দৃষ্টি প্রতিবন্ধি শিশুদের নিয়ে রোববার সন্ধ্যায় দোয়া মাহফিলের আয়োজন করে জেলা আওয়ামী লীগের সদস্য রুমানা আজিজ রিংকি।
দোয়া পরিচালনাকারী প্রতিবন্ধি শিক্ষক রোগ মুক্তি কামনায় বিশেষ মোনাজাত করেন। মোনাজাতে মিলনের পিতা জেলা আওয়ামী লীগের সভাপতি মরহুম আলহাজ্ব মমতাজ উদ্দিনের বিশেষ অবদানের কথা উল্লেখ করেন এবং তার রুহের মাগফেরাত কামনা করেন। এসময় অন্ধ হাফেজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মীর মোরশেদ আলী মোনাজাতে অংশ নেয়। মোনাজাত শেষে অন্ধ শিশুদের মাঝে রিংকি খাবার বিতরণ করেন।

প্রেস বিজ্ঞপ্তি