যুবলীগ নেতা হারুন গাবতলীর আগুনিয়ার টাইড় মাদ্রাসার সভাপতি নির্বাচিত
বগুড়া গাবতলীর পেরীরহাটস্থ আগুনিয়ার টাইড় দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন করার লক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
এতে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন। ১০জন ভোটারের মধ্যে ৯জন ভোটাধিকার প্রয়োগ করেন। ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করলে আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেন ৩ভোট এবং যুবলীগ নেতা হারুন অর রশিদ হারুন ৬ভোট পেয়ে ওই মাদ্রাসার সভাপতি নির্বাচিত হন। আগুনিয়ার টাইড় দাখিল মাদ্রাসার নব-নির্বাচিত সভাপতি যুবলীগ নেতা ও ব্যবসায়ী হারুন অর রশিদ হারুন উপজেলার মহিষাবান ইউনিয়নের ধর্মগাছা গ্রামের আশরাফ আলীর ছেলে।
এ বিষয়ে সভার সভাপতি ও নির্বাচনের প্রিজাইডিং অফিসার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন এর সাথে কথা বললে তিনি উপরোক্ত তথ্য নিশ্চিত করেছেন।

গাবতলী (বগুড়া) প্রতিনিধি