শাজাহানপুরে দুই কৃষকের ১ বিঘা জমির শিমের মাঁচা কর্তন: প্রতিবাদে বিক্ষোভ
বগুড়ার শাজাহানপুরে নির্বাচনী বিরোধের জের ধরে আজাহার আলী ও আব্দুল হামিদ ওরফে কাজল নামে দুই কৃষককের শিমের মাঁচা কর্তনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলার ফুলকোট পুর্বপাড়া গ্রামের মৃত ওমর আলীর ছেলে আজাহার আলী বাদি হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানায় লিখিত অভিযোগ করেছেন। এছাড়া দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ করেছে এলাকাবাসি।
ক্ষতিগ্রস্ত কৃষক আজাহার আলী জানিয়েছেন, তিনি তার বাড়ির পূর্বপাশে ১৬ শতক জমিতে শিমের চাষ করেছেন। রোববার সকালে জমিতে গিয়ে দেখতে পান তার সমস্ত শিমের গাছ কেটে ফেলা হয়েছে। একই সাথে জানতে পারেন একই গ্রামে তার ভায়রা আল মাহমুদ শাহের ছেলে আব্দুল হামিদ ওরফে কাজলের ১৮ শতক জমির শিমের মাঁচাও কেটে ফেলা হয়েছে। এতে করে তাদের প্রায় আড়াই লক্ষ টাকা ক্ষতি হয়েছে।
তিনি আরো জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদে এক প্রার্থীর কর্মী ছিলেন তারা। এই নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী ফুলকোট বামনদীঘি গ্রামের মৃত আব্দুল বাকীর দুই ছেলে কামরুল ইসলাম ও নজরুল ইসলাম, ফুলকোট মোন্নাপাড়ার খাবির উদ্দিনের ছেলে আমিনুর রহমান ওরফে আল আমিন, মুঞ্জুল ওরফে বিঞ্চুর ছেলে জাহাঙ্গীর আলম, ফুলকোট পূর্বপাড়ার আব্দুল বারীর ছেলে আতিকুল ইসলাম, মৃত মনছের আলীর ছেলে শহিদুল ইসলাম ও রফিকুল ইসলাম ফকিরের ছেলে আসিফ ফকিরের সাথে তাদের বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধের জের ধরেই ক্ষতি করার উদ্যেশ্যে তাদের শিমের মাঁচা কেটে ফেলা হয়েছে বলে জানান তিনি।
অভিযুক্ত কামরুল ইসলাম জানিয়েছেন, তার মা অসুস্থ্য হওয়ায় নির্বাচনের আগের দিন তাকে হাসপাতালে ভর্তি করিয়েছেন। মাকে নিয়েই তারা দুই ভাই হাসপাতালে ব্যস্ত। নির্বাচনী প্রতিহিংসা বশত তাদের নামে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, অভিযোগ হয়েছে। তদন্ত সাপেক্ষ্যে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: