কাহালুতে ট্রাক চাপায় এনজিও’র ম্যানেজারের মৃত্যু
সোমবার সকাল পোনে ১০ টার দিকে বগুড়া-নওগাঁ সড়কের কাহালু উপজেলার ডিপুইল এলাকায় বগুড়া গামী ট্রাক চাপায় মোটর সাইকেল চালক রেইনবো এনজিও ’র ম্যানেজার আব্দুল্লাহ আল হাবীব (৩৪) ঘটনাস্থলে মারা যান।
সে বগুড়া সদরের মালগ্রাম মধ্যপাড়ার দৌলাদুজ্জামানের পুত্র। আব্দুল্লাহ আল হাবীব রেইনবো এনজিও দুপচাঁচিয়া শাখার ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। সে প্রতিদিনের ন্যায় বাসা হতে মোটর সাইকেল যোগে দুপচাঁচিয়ায় যাচ্ছিল। কাহালু থানার এস আই মুকুল চন্দ্র বর্মন মৃত্যুর খবর নিশ্চিত করেন জানান, লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অনলাইন ডেস্ক