প্রতিবন্ধীরা দেশের সুবর্ণ নাগরিক- উপজেলা চেয়ারম্যান ছান্নু
বগুড়ার শাজাহানপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু বলেছেন, বর্তমান সরকার প্রতিবন্ধীদের জন্য নানা ধরণের উদ্যোগ গ্রহণ করেছে। প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের বিশেষ ব্যক্তি হিসেবে চিহ্নিত করে সম্মানিত করার পাশাপাশি তাদের বলা হচ্ছে ‘দেশের সুবর্ণ নাগরিক’।
সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের হলরুমে ৩০তম আন্তর্জাতিক ও ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কর্যালয়ের আয়োজনে আলোচনা সভা শেষে উপজেলা পরিষদের অর্থায়নে ৫০০ জন বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) ব্যক্তিদের সুবর্ণ নাগরিক কার্ড বিতরণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক খান,উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফ উদ্দিন,উপজেলা কৃষি কর্মকর্তা নূরে আলম,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ছানোয়ার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা, সহকারী সমাজসেবা কর্মকর্তা মুশফিকুর রহমান,সমাজসেবা অফিসের কারিগরি প্রশিক্ষক রাশেদুল হাসান,মাঠকর্মী শামিমা মরিয়ম, নারগিস আক্তার,মহিদুল ইসলাম প্রমুখ।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি