পোরশায় কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত
নওগাঁর পোরশায় মুজিববর্ষ উপলে এক কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে উপজেলার নিতপুর স্কুল এন্ড কলেজ মাঠে নওগাঁ জেলা পুলিশের সহযোগিতায় ও পোরশা থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত হয় কাবাডি প্রতিযোগিতা।
পোরশা থানার অফিসার ইনচার্জ শফিউল আজম খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন এসআই শামসুল, এএসআই মোস্তাফিজুর রহমান, উপজেলা ক্রিড়া বিষয়ক সম্পাদক শফিউর রহমান প্রমুখ। কাবাডি প্রতিযোগিতায় নিতপুর ইউপি দলতে ৫০-৩৯ পয়েন্টে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় উপজেলার ছাওড় ইউপি দল।

পোরশা (নওগাঁ) প্রতিনিধি