রাণীনগরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ হিরন আলী (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক হিরোন উপজেলার রাতোয়াল গ্রামের মৃত আয়েজ উদ্দীনের ছেলে। তার বিরুদ্ধে মাদক মামলা রুজু করে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।
থানাপুলিশ জানায়, সোমবার রাতে উপজেলার আবাদপুকুর বাজারে মাদক বিক্রি হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে একডালা অস্থায়ী পুলিশ ক্যাম্প ইনচার্জ এএসআই জহুরুল ইসলাম অভিযান পরিচালনা করেন। এসময় হিরোনকে আটককালে তার নিকট থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
রাণীনগর থানার ওসি মো: শাহিন আকন্দ বলেন,সোমবার রাতেই হিরনের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি