শাজাহানপুরে ভাইস চেয়ারম্যানকে চুপিনগর নবনির্বাচিত চেয়ারম্যানের শুভেচ্ছা
বগুড়ার শাজাহানপুর উপজেলা চুপিনগর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মাহফুজার রহমান বাবলু নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হওয়ায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি ভিপি এম সুলতান আহমদ কে ফুলেল শুভেচছা জানিয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় মাঝিড়া বাইপাস ভাইস চেয়ারম্যানের ব্যক্তিগত অফিসে এ ফুলেল শুভেচছা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিনহাজ উদ্দিন,প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ বাচ্চু, চুপিনগর ইউনিয়ন আওয়ামী সভাপতি আব্দুস ছাত্তার এম এ,সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মন্ডল, চুপিনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান, উপজেলা যুবলীগের সদস্য আপেল মাহমুদ প্রমুখ ।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি