নন্দীগ্রামে নির্বাচনী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর অফিসে হামলা, আহত ১৩
নন্দীগ্রামে নির্বাচনী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর অফিসে হামলা ১৩ জন আহত হয়েছে।
প্রাপ্ত তথ্য জানা গেছে, নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে প্রার্থীকে মারপিট ও ভাংচুর করে ব্যাপক ক্ষতি করেছে প্রতিপক্ষরা।
উপজেলার ভাটরা ইউনিয়ন পরিষদের আসন্ন ২৬শে ডিসেম্বর নির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহেল বাকী অভিযোগ করে বলেন, পুন্ডিতপুকুর বাজারে বিকেল সাড়ে ৩টায় তার ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসার হিসাব নিকাশ করছিলেন । এমন সময় নৌকা প্রতীক মোর্শেদুুুুুুল বারীর ভাই মাহফুজুর রহমান শতাধিক লোকজন নিয়ে লাঠিসোটা রাম দা দিয়ে হামলা করে আমাকে ও আমার লোক জনকে মারপিট করে ও আমার ২টি মটরসাইকেল সহ ব্যবসা প্রতিষ্ঠানের অফিস ভাংচুর করে এতে আমার ব্যপক ক্ষতি হয়েছে।
অপর দিকে নৌকার প্রার্থী মোরশেদুল বারী পাল্টা অভিযোগ করে বলেন, আমি বগুড়া শহরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলীয় কাজে আছি। আমার সমর্থকরা নির্বাচনী প্রচারণা করতে গেলে স্বতন্ত্র প্রার্থী বাকী বিএনপি-জামাতের উস্কানিতে অতর্কিত হামলা করে। আহত ৮-১০ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমার ব্যাপক জনপ্রিয়তায় স্বতন্ত্র প্রার্থীদের পরাজয় নিশ্চিত জেনেই ঘটনা সাজিয়ে বলা হচ্ছে হামলা। আমার সমর্থকদের ওপর হামলা করেছে। এ রিপোর্ট লেখা প্রর্যন্ত থানায় কোন অভিযোগ করা হয়নি।

নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধি