সৈয়দপুরে হত্যা মামলায় সন্দেহভাজন গ্রেপ্তারকৃত ছাত্রের মুক্তির দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন
নীলফামারীর সৈয়দপুর শহরে রিকশা চালক দুলাল মন্ডল (৪২) হত্যার ঘটনায় সন্দেহভাজন গ্রেপ্তারকৃত মেধাবী ছাত্র ইফসুফ আলী ওরফে জিতুকে (২৫) নিঃশর্ত মুক্তি ও মামলা থেকে অব্যাহতির দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে।
সোমবা রাতে শহরের শেরে বাংলা সড়কে সৈয়দপুর প্লাজার একটি রেস্টুরেন্টে গ্রেপ্তারকৃত জিতুর পরিবারের পক্ষ থেকে ওই সংবাদ সম্মেলন করা হয়। এতে লিখিত পক্ষ পাঠ করেন মেধাবী শিক্ষার্থী ইউসুফ আলী জিতুর বৃদ্ধা মা মোছা. শিরিন বাণু।
লিখিত বক্তব্যে শিরিন বাণু বলেন, আমি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। আমার দুই ছেলে মেয়ের মধ্যে ইউসুফ আলী জিতু ছোট। সে একজন মেধাবী শিক্ষার্থী। অনেক কষ্ট করে ছেলেকে লেখাপড়া করাছি। সে বিগত ২০১১ সালে সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি এবং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় কৃর্তিত্বে সঙ্গে উর্ত্তীণ হয়। পরবর্তীতে সে ঢাকার এসকে বোরহান উদ্দীন কলেজ থেকে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিষয়ে অনার্স পাশ করেছে। কিন্তু করোনাকালীন কলেজ বন্ধ থাকায় সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়াস্থ নিজ বাসায় অবস্থান করছিল সে।
এ অবস্থায় গত ৯ আগস্ট সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়া এলাকায় দুর্বৃত্তর হাতে খুন হন রিকশা চালক দুলাল মন্ডল। তাঁর বাড়ি সৈয়দপুর শহরের পাশের দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ফতেংজপুর ইউনিয়নের চকমানিক ডাঙ্গাপাড়া। সে মূলতঃ রাতের বেলা সৈয়দপুর শহরে রিকশা চালিয়ে জীবন নির্বাহ করে আসছিলেন। রিকশাচালক দুলাল মন্ডল খুনের ঘটনায় তাঁর ছেলে মো. আলমগীর বাদী হয়ে অজ্ঞাত আসামীদের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় বৃদ্ধা শিরিন বাণুর এক মাত্র ছেলে মেধাবী ছাত্র ইউসুফ আলী জিতুকে সন্দেভাজন হিসেবে গত ১৩ সেপ্টেম্বর সকালে তাঁদের শহরের নতুন বাবুপাড়ার বাসা থেকে গ্রেপ্তার করেন পুলিশ। পরবর্তীতে তাকে নীলফামারী আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। সেই থেকে মেধাবী ছাত্র ইফসুফ জিতু নীলফামারী কারাগারে রয়েছে। বর্তমানে সেখানে সে অসুস্থ হয়ে পড়েছে। কিন্ত সেখানে যথাযথ চিকিৎসা সেবাও পাচ্ছে না। এতে করে আমার নির্দোষ ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ ধ্বংস হতে বসেছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শিরিন বাণু আরো বলেন, ওই মামলার বাদী এবং ভিকটিমের বাড়ি চিরিরবন্দর। অথচ তাঁর বাড়ি সৈয়দপুরে। নিহত দুলাল ও তাঁর পরিবারের সাথে তাঁর ছেলে কিংবা তাঁর পরিবারের কোন রকম শক্রতা নেই। তারা তাকে চিনেনও না। মামলার তদন্তকারী কর্মকর্তা সৈয়দপুর থানার উপপরিদর্শক (এসআই) আহসান হাবিব আদালতে দেওয়া ফরওয়ার্ডিং প্রতিবেদনে উল্লেখ করেছেন, স্থানীয় লোকজন ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসিটিভি) ফুটেজ দেখে দৌঁড়ে পালানো ব্যক্তি মো. ইউসুফ আলী জিত বলে শনাক্ত করেন। যা আদৌও সত্য নয়। তদন্তকরাকালীন হয়তো কেউ শক্রতাবশতঃ তার আক্রোশ মেটানোর জন্য উক্ত কথা তদন্তকারী কর্মকর্তাকে বলেছেন।
শিরিন বানু বলেন, রিকশা চালক দুলাল মন্ডল হত্যার বিচার হউ, এটা তিনিও চান। পুলিশ প্রকৃত খুনিকে বাদ দিয়ে তাঁর নিরীহ মেধাবী ছেলেকে ওই হত্যাকান্ডের সঙ্গে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করেছে। সংবাদ সম্মেলনে তিনি একজন অসহায় মা হিসেবে তাঁর ছেলেকে এ মামলা থেকে অব্যাহতি ও নিঃশর্ত মুক্তি দাবি করেন। এ সময় গ্রেপ্তারকৃত জিতুর বোন ফারজানা মিমিসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি