হিলি বন্দরে আবারও বাড়লো পেঁয়াজের দাম
এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারতীয় পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৮ টাকা। ২২ টাকা পাইকারি পেঁয়াজের এখন বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি দরে। চাহিদা তুলোনায় আমদানি কম হওয়া দাম বেড়েছে পেঁয়াজের, এমনটিই বলছেন পেঁয়াজ ব্যবসায়ীরা।
বুধবার সকালে হিলি পেঁয়াজ বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহে যে পেঁয়াজ পাইকারি বিক্রি হয়েছে ২২ টাকা কেজি দরে। আজ সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ টাকা পাইকারি দরে। আবার খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে ৩২ টাকা কেজি দরে।
বাজারে পেঁয়াজ কিনতে আসা মোজাম্মেল হক বলেন, কয়েকদিন আগে পেঁয়াজ কিনেছিলাম ২৪ টাকা কেজি। আজ সেই পেঁয়াজ নিলাম ৩২ টাকা কেজি দরে।
হিলি বাজারের সবজি ব্যবসায়ী সোহেল রানা বলেন, পেঁয়াজের দাম বেড়ে গেছে, ২৪ টাকার পেঁয়াজ আজ বিক্রি করছি ৩২ টাকা কেজি দরে। পেঁয়াজের বাজার স্থির থাকে না, প্রতিদিনই পেঁয়াজের দাম বাড়ে আবার কমে।
হিলি পেঁয়াজ বাজারের পাইকারি ব্যবসায়ী ফেরদৌস রহমান বলেন, ৫ থেকে ৭ দিন থেকে পেঁয়াজের দাম বেড়েছে। ভারত থেকে আমদানি কম হওয়ায় পেঁয়াজের দাম বেড়ে গেছে। আমরা আমদানি কারকদের নিকট থেকে ২৯ টাকা কেজি ক্রয় করে ৩০ টাকা কেজি দরে বিক্রি করছি।

দিনাজপুর প্রতিনিধি