বগুড়ায় আঞ্চলিক শ্রম দপ্তর ও শ্রম কল্যাণ কেন্দ্রের উদ্বোধন
ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা থেকে বগুড়ায় আঞ্চলিক শ্রম দপ্তর ও শ্রম কল্যাণ কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বুধবার দুপুরে বগুড়ায় এই শ্রম দপ্তর ও শ্রম কল্যাণ কেন্দ্রের উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্টিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক জিয়াউল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, আঞ্চলিক শ্রম দপ্তর বগুড়ার উপ-পরিচালক শহিদুজ্জামান সহ আরো অনেকে।

ষ্টাফ রিপোর্টার