শেরপুরে অনুমোদন ও নিলাম ছাড়াই ভেঙে ফেলা হচ্ছে মাদ্রাসার বিজ্ঞান ভবন!
সরকারি নিয়মনীতিকে বৃদ্ধাঙলি দেখিয়ে অনুমোদন ও নিলাম ছাড়াই বগুড়ার শেরপুর শহীদিয়া আলীয়া কামিল মাদ্রাসার বিজ্ঞান ভবন (সাইন্স বিল্ডিং) ভেঙে ফেলা হচ্ছে। সংশ্লিষ্টদের কাউকে কিছু না জানিয়ে মাদ্রাসার অধ্যক্ষ হাফিজুর রহমান একাই সিদ্ধান্ত নিয়ে সরকারি ওই ভবনটি ভেঙে মালামালগুলো বিক্রি করে দেন। কিন্তু এসব বিক্রির একটি কানাকড়ি অর্থও মাদ্রাসার একাউন্টে জমা করা হয়নি বলেও অভিযোগ উঠেছে। বিগত দুইদিন আগে শ্রমিকরা ভবনটি ভাঙতে গেলে ঘটনাটি জানাজানি হয়। মূলত এরপরই তোলপাড় শুরু হয়। সেইসঙ্গে মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, মাদ্রাসা শিক্ষার্থীদের আধুনিক ও বিজ্ঞান বিষয়ে শিক্ষা দিতে বিগত ১৯৮৬সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রায় পঁচিশ লাখ টাকা ব্যয়ে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শেরপুর শহীদিয়া কামিল আলীয়া মাদ্রাসা প্রাঙনে একটি বিজ্ঞান ভবন (সাইন্স বিল্ডিং) নির্মাণ করা হয়। একতলা ভবনটিতে মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের সাধারণ বিজ্ঞান বিষয়ে শিক্ষা দেওয়া হতো।
তবে বৈশি^ক মহামারী করোনার কারণে দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠান বন্ধ থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় মাদ্রাসা খোলার পর ওই ভবনটিতেই শিক্ষা কার্যক্রম চালানো হচ্ছিল। ভবনটির বয়স প্রায় তিন যুগ পার হলেও ভবনটি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহিৃত হয়নি। এমনকি ভবনটি পরিত্যক্তও ঘোষণা করা হয়নি। অথচ মাদ্রাসাটির অধ্যক্ষ হাফিজুর রহমান এককভাবে সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞান ভবনটি ভেঙে ফেলার উদ্যোগ নেন। এমনকি সংশ্লিষ্টদের কাউকে কিছু না জানিয়ে অনেকটা গোপনেই তার নিয়োগ করা শ্রমিকদের দিয়ে ভবনটি ভেঙে মালামালগুলো বিক্রি করে দিয়েছেন তিনি। এক্ষেত্রে সরকারি বিধি-বিধান কোনো কিছুই অনুসরণ করা হয়নি।
নীতিমালা অনুযায়ী, সরকারি পুরণো কোনো ভবন ভেঙে ফেলার প্রয়োজন হলে আগে নিলাম দরপত্র আহবান করতে হয়। সংশ্লিষ্ট দপ্তর থেকে ভবনটি ঝুঁকিপূর্ণ ও পরিত্যক্ত ঘোষণার সনদ নিতে হয়। এছাড়া বিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে নির্মিত ভবন হলেও বিদ্যালয় পরিচালনা কমিটির সর্বসম্মত মত নিয়ে রেজুলেশন থাকতে হয়। কিন্তু এক্ষেত্রে তা কিছুই করা হয়নি। স্থানীয় প্রশাসনের দু-একজন কর্তাকে ম্যানেজ করে অধ্যক্ষ হাফিজুর রহমান নিজেই সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞান ভবনটি ভেঙে বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন বিক্ষুব্ধ মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।
অত্র মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মকবুল হোসেন সাংবাদিকদের বলেন, মাদ্রাসার বিজ্ঞান ভবন ভাঙার বিষয়ে অনেক আগে আলোচনা হতে পারে। কিন্তু নিলাম ছাড়াই ভাঙা ও বিক্রির বিষয়ে আমার কিছুই জানা নেই। তাই এই বিষয়ে অধ্যক্ষ সাহেবই ভালো বলতে পারবেন। একই ধরণের মন্তব্য করেন মাদ্রাসা পরিচালনা কমিটির আরেক সদস্য এড. রেজাউল করিম মজনু।
এছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক কমিটির একাধিক সদস্য অভিযোগ করে বলেন, কাউকে কিছু না জানিয়ে অধ্যক্ষ নিজেই সরকারি ওই ভবন ভেঙে বিক্রি করে দিয়েছেন। কিন্তু এসব মালামাল বিক্রির একটি টাকাও অদ্যবধি মাদ্রাসা ফান্ডে জমা করা হয়নি। এরপরও আবার সেখানেই মাদ্রাসার নিজস্ব অর্থায়নে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছেন। এর সবকিছইু করছেন এককভাবে তিনি। এক্ষেত্রে তাদের কোনো মতামত নেওয়া হয়নি।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে বগুড়া শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের শেরপুর উপজেলার দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, মাদ্রাসার একটি পুরণো ভবন ভাঙার প্রয়োজন বলে অধ্যক্ষ তাকে মৌখিকভাবে জানিয়েছিলেন। এজন্য অনমুতি নেওয়ার জন্য অফিসে তার আসার কথা। কিন্তু এরপর আর কোনো যোগাযোগ করেননি। এখন ভবনটি ভেঙে ফেলা হয়েছে বলে শুনছি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই প্রকৌশলী।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছা. নিলুফা ইয়াসমিন সাংবাদিকদের বলেন, আমি সভাপতি হওয়ার পর মাদ্রাসার বিজ্ঞান ভবন ভেঙে ফেলা ও নতুন ভবন নির্মাণের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তাই বিষয়টি আমার জানা নেই। তবে প্রতিষ্ঠানের অর্থ ব্যয় করে কোনো কিছু করা হলে অবশ্যই পরিচালনা কমিটির সবার জানার কথা। কিন্তু বিষয়টি কেন জানানো হয়নি। তা অবশ্যই খতিয়ে দেখা হবে।
এদিকে বিষয়টি সম্পর্কে বক্তব্য জানতে চাইলে অভিযুক্ত শেরপুর শহীদিয়া আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ হাফিজুর রহমান বলেন, বিগত কমিটির সময়ে ২০১৯সালে মাদ্রাসার বিজ্ঞান ভবনটি ভেঙে সেখানে একটি নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত রয়েছে। সেই আলোকেই এই কাজটি করা হচ্ছে। এক্ষেত্রে কোনো অনিয়ম করা হয়নি বলে দাবি করেন তিনি।

শেরপুর (বগুড়া) প্রতিনিধি