নন্দীগ্রামে আদিবাসী-পুলিশ সংঘর্ষ: ৬৯ জনের বিরুদ্ধে মামলা
বগুড়ার নন্দীগ্রামে আদিবাসী-পুলিশ সংঘর্ষের ঘটনায় থানার এসআই রেজাউল করিম বাদী হয়ে বুধবার নয়জনের নাম উল্লেখ করে মোট ৬৯ জনের বিরুদ্ধে মামলা করেছেন।
মঙ্গলবার রাত ৮ টার দিকে উপজেলার বুড়ইল ইউনিয়নের দাসগ্রাম বৃন্দাবনপাড়া আদিবাসী পল্লীতে মাদক উদ্ধার করতে গেলে দু’পক্ষে সংঘর্ষে আট পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়। গুরুতর আহত এসআই রেজাউল করিম করিম -২ কে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নন্দীগ্রাম থানার ওসি আবুল কালাম আজাদ এই প্রতিনিধিকে জানান, হামলাকারীরা আদিবাসী নন, স্থানীয় সন্ত্রাসী। এ ঘটনায় পৃথক ২টি মামলা হয়েছে। শুধু মাদক মামলায় আদিবাসীদের আসামি করা হয়েছে। আহত পুলিশ সদস্যরা হলেনÑ নন্দীগ্রাম থানার এসআই রেজাউল করিম-১, এসআই রেজাউল করিম-২, এসআই এটিএম রফিকুল ইসলাম, এসআই আমিনুল ইসলাম, এএসআই আল-আমিন, এএসআই আবুল কালাম, কনস্টেবল আশরাফ ও সজল।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে উপজেলার বুড়ইল ইউনিয়নের দাসগ্রাম বৃন্দাবনপাড়ায় আদিবাসী পল্লীতে চোলাই মদ মজুদ ও কেনাবেচা চলছে এমন খবর পেয়ে অভিযান চালায় থানা পুলিশ । আদিবাসীদের হেফাজত থেকে চোলাই মদ উদ্ধার করতে গেলে সন্ত্রাসীরা হামলা চালায়। এতে আট পুলিশ সদস্য আহত হন। এরপর ১৮ লিটার চোলাই মদ উদ্ধার করে জব্দ করা হয়েছে। গুরুতর আহত এসআই রেজাউল করিম-২কে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। ।
নন্দীগ্রাম থানার ওসি আবুল কালাম আজাদ জানান, দাসগ্রাম আদিবাসী পল্লীতে চোলাই মদ উদ্ধারে গেলে পুলিশের ওপর হামলা করা হয়। এতে তাদের আট সদস্য আহত হন। তাদের হেফাজত থেকে ১৮ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পৃথক মামলা হলেও বুধবার দুপুর পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তি বলেন, পুলিশ আদিবাসীদের বাড়ী বাড়ী তল্লাশী করেনি। শুধু মাদক ব্যবসায়ীর বাসায় অভিযান চালিয়ে মাদক দ্রব্য উদ্ধার করেছে। এসময় অন্য গ্রামবাসীরা পুলিশের উপর হামলা করে আহত করেছে।
উল্লেখ্য এই রিপোর্ট করা প্রর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধি: