বগুড়ার শেরপুরে দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে মানববন্ধন-আলোচনাসভা
বগুড়ার শেরপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি স্থানীয় গুরুপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে মানববন্ধন কর্মসূচি ও আলোচনসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নিমাই ঘোষ।
অত্র কমিটির সহ-সভাপতি সাংবাদিক আইয়ুব আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ¦ মুনসী সাইফুল বারী ডাবলু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এটিএম আব্দুস সাত্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুবীর কুমার পাল, বেসরকারি এনজিও সংস্থা আশার শেরপুর শাখার ব্যবস্থাপক জাহিদুল ইসলাম, শিক্ষক সুধীন্দ্র নাথ রায়, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভপতি জিএম মোস্তফা, সদস্য মাহবুবুল আলম হিরু, আব্দুর রশিদ, আফরোজা নার্গিস সাথী, প্রতিভা রানী প্রমুখ বক্তব্য রাখেন।
কর্মসূচিতে বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীসহ নানা শ্রেণীর পেশার মানুষ অংশ নেন।

শেরপুর (বগুড়া) প্রতিনিধি