পঞ্চগড়ে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবসে ডিপিএফ’র আলোচনা সভা
আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবসে পঞ্চগড়ে আলোচনা সভা করেছে ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম-ডিপিএফ। পিফরডি ও ব্রিটিশ কাউন্সিলের সহায়তায় বৃহস্পতিবার সকালে পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ওই আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম। ডিপিএফ পঞ্চগড় এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন প্রধানের সভাপতিত্বে ও সদস্য সচিব আকতারুন নাহার সাকীর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দুদক দিনাজপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ পরিচালক জিন্নাতুল ইসলাম, সিভিল সার্জন ডা. মো. ফজলুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম।
আলোচনা সভায় ভিডিও ডকুমেন্টরি প্রেজেন্টেশন করেন ডিপিএফ সদস্য ও কালের কণ্ঠ-ডিবিসি নিউজের পঞ্চগড় প্রতিনিধি লুৎফর রহমান। আলোচনা সভায় পঞ্চগড় জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, এনজিও প্রতিনিধিসহ ডিপিএফ সদস্যরা অংশগ্রহণ করেন। এছাড়া ভার্চুয়ালী ঢাকা ও বিভিন্ন স্থান থেকে আরও ২০ জন আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

পঞ্চগড় প্রতিনিধি