পঞ্চগড়ে দেড়লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে
আগামী ১১ ডিসেম্বর থেকে চারদিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে পঞ্চগড় জেলায় এক লাখ ৫৩ হাজার ৮৭৯ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ নিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। জেলার পাঁচটি উপজেলার এক হাজার ৭৭টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ১৭ হাজার ৪০৩ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী এক লাখ ৩৬ হাজার ৪৭৬ জন শিশুকে ১টি করে উচ্চ মতা সম্পন্ন লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. ফজলুর রহমান বৃহস্পতিবার দুপুরে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত সাংবাদিক অবহিতকরণ সভায় এসব তথ্য জানান। সভায় সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. তোফায়েল আহমেদ সজিব অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। সভায় জেলা ইপিআই সুপারভাইজার হাসিবুর রহমান শাহ লাবু, জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. জিয়াউদ্দিন, পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু বক্তব্য দেন। সভায় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পঞ্চগড় প্রতিনিধি