বগুড়ায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে রিয়েন্টেশন সভা
বগুড়ায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন প্রদান উপলক্ষে সাংবাদিকদের সাথে এক ওরিয়েন্টেশন সভা করেছে সিভিল সার্জন।
আজ বৃহস্পতিবার দুপুরে সিভিল সার্জন অফিসের সভা কক্ষে বগুড়ায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন সভা সিভিল সার্জন গাওছুল আজিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান তুহিন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সামির হোসেন মিশু সহ আরো অনেকে। এসময় সিভিল সার্জন সাংবাদিকদের জানান, আগামী ১১ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত ৬মাস বয়স থেকে শুরু করে ৫ বছর বয়সী শিশুদের ভিটামিন এ খাওয়ানো হবে। এবারই প্রথম বাংলাদেশে তৈরি ভিটামিন এ শিশুদের খাওয়ানো হবে। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে জেলার প্রায় ৪ লাখ শিশুকে ভিটামিন এ খাওয়ানো হবে।

ষ্টাফ রিপোর্টার