সৈয়দপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
বৃহস্পতিবার সারাদেশের মতো নীলফামারীর সৈয়দপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) উদ্যোগে মানববন্ধন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বেলা সাড়ে ১০টায় সৈয়দপুর উপজেলা পরিষদ মিলানায়তনে “আপনার অধিকার, আপনার দায়িত্ব ঃ দুর্নীতিকে না বলুন” দিবসের এবারের প্রতিপাদ্যের ওপর ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন এবং বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম হুসাইন।
এতে স্বাগত বক্তব্য দেন সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক সাকির হোসেন বাদল। সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সাধারণ সম্পাদক সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু’র উপস্থাপনায় আলোচনা সভায় উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরন্নাহার শাহজাদী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য অধ্যক্ষ রেজাউল করিম রেজা ও সদস্য প্রধান শিক্ষক মির্জা জহুরা আক্তারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরে সেখানে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে শহরের পুরাতন বাবুপাড়াস্থ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা দেশাত্মবোধক সংগীত পরিবেশন করে।
এর আগে সৈয়দপুর উপজেলা পরিষদ কার্যালয়ে সামনের সড়কে সকাল ১০ টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ মানববন্ধনে সৈয়দপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষক -শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: