আকবরিয়া মহাস্থান ক্যাফের উদ্বোধন বগুড়ার পূন্ড্রনগরে
বগুড়ার শতাব্দীর স্বাক্ষর আকবরিয়া দেশ-বিদেশের মানুষের মণিকোঠায় স্থান করা এক নাম। সব ধরনের মানুষ আকবরিয়ার ভাল মানের খাবার উপভোগ করতে পারে এ্রই আলোকে আকবরিয়া মহাস্থান ক্যাফের শুভ সূচনা করলো।
বুধবার সন্ধ্যায় এ ক্যাফের উদ্বোধন করা হয়। ঐতিহাসিক মহাস্থান গড় দর্শনে একদিকে যেমন তাদের অজানাকে জানার আগ্রহ বেড়ে যায়, অপরদিকে রসনার তৃপ্তিও মেটাতে ব্যস্ত হয়ে পড়ে। তাদের এ প্রত্যাশা পূরণে আকবরিয়া মহাস্থান ক্যাফে শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ।
আকবরিয়া মহাস্থান ক্যাফেতে দই, মিষ্টি, কনফেকশনারী, বেবী ফুড, ফাস্ট ফুড, লাচ্চা সেমাই ও স্পেশাল কটকটিসহ বিভিন্ন খাদ্য সামগ্রী স্থান পায়। উদ্বোধন শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে অংশ নেন আকবরিয়া লিমিটেড এর হেড অব সেলস এন্ড ডিস্ট্রিবিউশন রমজান হোসেন, ডিজিএম আলমগীর হোসেন, জিল্লুর রহমান, আমিনুল ইসলাম আঁখি, এজিএম শামীম তালুকদারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

প্রেস বিজ্ঞপ্তি