সৈয়দপুরে রোকেয়া দিবসে পাঁচজন জয়িতাকে সম্মাননা প্রদান
বৃহস্পতিবার নীলফামারীর সৈয়দপুরে পাঁচজন জয়িতাকে সম্মাননা দেয়া হয়েছে। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস-২০২১ উদযাপন উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ” কার্যক্রমের আওতায় ওই সম্মাননা প্রদান করা হয়। সৈয়দপুর উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ উদ্যোগে ওই সম্মানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন। সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম হুসাইনের সভাপতিত্বে বেগম রোকেয়ার জীবনী নিয়ে আলোচনা ও জয়িতা সম্মাননা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহীনা বেগম, সাংবাদিক এম আর আলম ঝন্টু, সৈয়দপুর মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক শিউলী বেগম প্রমূখ।
সৈয়দপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী গোটা সম্মাননা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন । অনুষ্ঠানে পাঁচ ক্যাটারিগরীতে পাঁচ জন জয়িতা সম্মাননা প্রদান করা হয়েছে। তারা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসাবে সৈয়দপুর মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক শিউলী বেগমকে, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্যের জন্য সৈয়দপুর শহরের ফ্রি আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা পারভীন মুক্তি, সফল জননী হিসেবে কামারপুকুরের ধলাগাছ এলাকার ফজিলাতুন্নেছা, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যোমে জীবন শুরুর জন্য বাঙ্গালাপুর নিচুকলোনীর মোছা. ঝর্ণা এবং সমাজ উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে শহরের নিয়ামতপুর সরকারপাড়ার নুরুন্নাহার সরকারের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুধীজন, সাংবাদিক,নারী উদ্যোক্তা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি