সৈয়দপুরে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে অপরাজিতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
নীলফামারীর সৈয়দপুরে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে অপরাজিতাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) আওতায় সৈয়দপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা ডেমোক্রসিওয়াচ বাস্তবায়িত অপরাজিতা ঃ নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আওতায় ওই সভার আয়োজন করা হয়।
এতে সভাপতি করেন সৈয়দপুর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ও উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি মোছা. সানজিদা বেগম লাকী।
সভায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন জাতীয় পার্টির (এ) সৈয়দপুর পৌর শাখার সভাপতি আলহাজ্ব মো. জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সৈয়দপুর উপজেলা শাখার সম্পাদক রুহুল আলম মাস্টার, ওয়ার্কার্স পার্টির স্থানীয় নেত্রী কামরুন নাহার ইরা প্রমূখ।
পুরো মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন বেসরকারি উন্নয়ন সংস্থা ডেমোক্রসিওয়াচ এর নীলফামারী জেলা সমন্বয়কারী মো. কামাল হোসেন শাহ।
সভায় সংস্থার সৈয়দপুর উপজেলা সমন্বয়কারী রীমাসহ উপজেলার পাঁচটি ইউনিয়নের স্থানীয় পর্যায়ের সম্ভাব্য ও নির্বাচিত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি