বগুড়ার শেরপুরে রোকেয়া দিবসে পাঁচ নারী জয়িতাকে সম্মাননা প্রদান
বগুড়ার শেরপুরে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে পাঁচ জয়িতাকে সম্মাননা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (০৯ডিসেম্বর) দুপুরে মুসলিম নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলাম।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুবীর কুমার পালের সঞ্চালনায় উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রামথিক শিক্ষা কর্মকর্তা মোছা. মিনা খাতুন, সাপ্তাহিক তথ্যমালা পত্রিকার সম্পাদক সুজিত বসাক, গাড়ীদহ নারী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শামছুন্নাহার, সাংবাদিক দীপক কুমার সরকার, নারী নেত্রী আঞ্জুয়ারা বেগম প্রমূখ।
অনুষ্ঠানে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসাবে উপজেলার গাড়ীহ ইউনিয়নের বোংগা গ্রামের হেলাল উদ্দিনের মেয়ে সুরাইয়া ফারহানা রেশমা খাতুন, চাকরি ও শিক্ষা ক্ষেত্রে সাফল্যের জন্য শাহবন্দেগী ইউনিয়নের সেরুয়া গ্রামের রফিকুল ইসলামের মেয়ে আফসানা খাতুন, সফল জননী হিসেবে গাড়ীদহ ইউনিয়নের কলতাপাড়া গ্রামের ইয়াকুব আলীর মেয়ে আকলিমা আক্তার আঁখি, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যোমে জীবন শুরুর জন্য শেরপুর টাউল কলোনী এলাকার আব্দুল খালেকের মেয়ে জয়নব খাতুন ও সমাজ উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে শাহবন্দেগী ইউনিয়নের সেরুয়া গ্রামের মোর্শেদ আলমের স্ত্রী রুবি আক্তারের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজিত এই অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা-কর্মচারী, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণীপেশার মানুষ অংশ নেন।

শেরপুর (বগুড়া) প্রতিনিধি