শিবগঞ্জে খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় শীতবস্ত্র বিতরণ
বগুড়ার শিবগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে গরীর ও দুস্থ্যদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
উপজেলার বেতগাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে বুধবার আটমূল ইউনিয়ন বিএনপির আয়োজনে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মশারোফ হোসেন প্রধান অতিথি হিসাবে এ শীতবন্ত্র বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কে.এম, খায়রুল বাসার, তাহা উদ্দিন নাহিন, বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মীর শাহে আলম, বিএনপি নেতা আশিক মাহমুদ স্বাধীন, শফিকুল ্ইসলাম শাহিন, উপজেলা বিএনপি’র আহ্বায়ক মাষ্টার আব্দুর রাজ্জাক, বিএনপি নেতা তাজুল ইসলাম, আব্দুর রাজ্জাক, হারুন-উর রশিদ,আব্দুল করিম, আবু তাহের, আনোয়ার ইসলাম মুকুল, হাজী আব্দুল কাদের, মীর আবু জাকের মাকু, আবদুল মান্নান দুলু, মাহদী হাসান তমাল, ছাত্রদল নেতা বিপুল রহমান, মীর মুন প্রমুখ। শীতবস্ত্র বিতরণ শেষে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে বিশেষ দোয়া খায়ের অনুযিষ্ঠত হয়।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: