শাজাহানপুরের গোহাইলে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেণ্টের উদ্বোধন
বগুড়ার শাজাহানপুরের খাদাশ যুব উন্নয়ন সমিতির আয়োজনে গতকাল শুক্রবার চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেণ্টের উদ্বোধন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে টুর্নামেণ্টের উদ্বোধন করেন গোহাইল ইউনিয়ন পরিষদের একটানা ৬ বার নির্বাচিত চেয়ারম্যান আলী আতোয়ার তালুকদার ফজু। উদ্বোধনী ম্যাচে নন্দীগ্রাম ভোরের আলো ফুটবল ক্লাবকে ৪-২ গোলে হারিয়ে ভাটগ্রাম শ্যামলী স্পোটিং ক্লাব বিজয় অর্জন করে। স
মাজ সেবক মকবুল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন গোহাইল ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্য মঞ্জুয়ারা বেগম, আজিজার রহমান আলম, ফরিদ উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি