বিশ্ব মানবাধিকার দিবসে বগুড়ায় আইন ও অধিকার ফাউন্ডেশনের আলোচনা
৭৩ তম বিশ্ব মানবাধকার দিবস সফল করার লক্ষে বগুড়ায় আলোচনা সভা করেছে আইন ও অধিকার ফাউন্ডেশন বগুড়া।
শুক্রবার বিকেলে বগুড়া শহরের খান্দার সংগঠন কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
এতে বক্তব্য রাখেন আইন ও অধিকার ফাউন্ডেশন বগুড়ার সহকারি পরিচালক ডা. মো. আব্দুল করিম। এসময় তিনি বলেন, মানবাধিকার লংঘনের প্রধান বাধা দুর্নীতি। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতিবাজ কাউকে ছাড় দেননি। মানবাধিকার সংরক্ষণ ও মনুষ্যত্বের সাধনার বলেই এ দেশের মানুষ সুন্দর ও আনন্দময় কল্যানময় পরিবেশ সৃষ্টি করে চির শান্তিময় কাংখিত সমাজ বির্নিমানের পথে অগ্রসর হবে।
আমরা এ সংগঠনের মাধ্যমে সাধারণ মানুষের সেবা করে যেতে চাই। সেবাই হবে আমাদের মূল লক্ষ্য।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের মো. আতিকুর রহমান, মেহেদী হোসেন সুমন, হেদায়েত উল ইসলাম নয়ন, ডা. মো. আলমগীর দেওয়ান, মো. মুমিন প্রামানিক, বেলাল হোসেন প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি